তলিয়ে গেছে হাজারো সপ্ন বুড়িঙ্গার তীরে ,
ঠাঁই মিলছে না সেথায় লাশেরো ভীড়ে ।


স্বজনের আর্তনাদে পরিবেশ বড্ড ভারি ,
করোনার মৃত্যু-ও আজ দিচ্ছে না যে দাড়ি ।


হারিয়েছে কেউ মা, হারিয়েছে কেউ বাবা ,
করোনা ছাড়াও থামছে না যে মৃত্যুর থাবা ।


বাবা-মায়ের বুক খালি সন্তান হারায় ,
চারিপাশ ছেয়ে গেছে লাশের ও তাড়ায় ।


অধির আগ্রহে কেউ বসেছিল প্রিয়জনের আশায় ,
চোখের জলে আজ সে বুড়িগঙ্গার তীর ভাসায় ।


এতোসব লাশের ভীড়ে প্রিয়জনের খোঁজ ,
ডুকরে কেঁদে উঠবে বুঝি বুড়িগঙ্গা ও রোজ ।


কয়েকদিন পর ভুলে যাবো আমরা মনুষ্যি জাতি ,
কখনো খোঁজ নিবো না নিভে যাওয়া প্রানের বাতির ।


সন্দেহ করা হচ্ছে পরিকল্পনা কারো,
প্রশ্ন রইলো , পরিবার ছাড়া কি তুমি থাকতে পারবে ভালো??