কে বলেছিল,বসন্তের মেলাতে
                  ওভাবে আড় চোখে আমায়
দেখতে নজরে বন্দি রাখতে ?


কে বলেছিল,বসন্তের উৎসবে সেদিন
                    গাঁদা ফুলের মালাটি খোপায়
আলতো পরশে আমার গুঁজতে ?


কে বলেছিল,সাঁজের বেলাতে
                    ছোট্ট করে আলতা দিয়ে
এভাবে টিপটি আঁকতে আমার কপালে ?


এমন করেই বুঝি ছিল তোমার
                      আমার ভালোবাসার গল্প
কাহিনীর কাব্য কথার শুরুটা !


বছরের পর বছর পার করে
                       ঠিক তেমনি ভাবে বসন্তের  
মেলাতে,উৎসবে আজও তোমাকে খুঁজি ...


হাজারও রমণীর টিপের ঝলকে
                        নয়ত খোঁপার গাঁদাফুলের
সুবাসে তোমাকে যেন খুঁজে বেড়াই ...


ষড়ঋতুর পরিবর্তনের ধারাতে
                         কত যুগের পাল্টে যাওয়া হাওয়াতে আজও অপলক দৃষ্টিতে
                         গল্প কাহিনীর সমাপ্তির অপেক্ষায় ...