আমার সবচেয়ে ভালো ভাইটা পৃথিবীতে নাই।
যে বুঝতো আমার সবটা!
আনন্দ, বিষাদে ভালো করে দিতো মনটা!
নেই! ভাইটা আমার পৃথিবীতে নেই!


অনেককাল আগেই যে গত হয়েছে,
কিছু জানোয়ারদের হিংস্র বাহুবলে,
শেষ আর্তনাদ হয়েছিল কেবল বাঁচবার জন্যে,
একটু নিঃশ্বাস নিয়ে বাঁচবার আকুল আকুতি,
জানোয়ার সকল দিয়েছিলো তার মুক্তি,
অস্ত্রাঘাতে! যেনো বজ্রনাদের ধ্বনি!
নিপাত হলো তার চিবুকের মধ্যমনি,
চিরনিদ্রায় শায়িত হলো তার অমূল্য প্রাণখানি।


তার স্মৃতি হৃদয়ে অম্লান হয়ে কান্নার সূর বাজছে।
নেই! সেই ভাইটা আর পৃথিবীতে নেই!
ভাই বলে ডাকার আছে আরও ভাই,
কোথায় পাবো তাকে,যাকে খুঁজি সে নেই।


মৃত্যুর ওপারে,দেখা হবে ভাই!
জানিনা তখন চিনবো কিনা,যদি না কূল পাই,
শুনেছি সেথা,আপন প্রাণ বাঁচা,আপনার জগত ঘেরা,তবুও পৃথিবী আমার নিঃস্ব,ভাই তুমি ছাড়া।