যত্রতত্র চিন্তার ছুঁতো,
যা খুশি তা মানার অভ্যাস গড়ো!
শুধাইলে প্রশ্ন করো
ধর্মান্ধতা উপেক্ষা করো!
সীমাবদ্ধতার ওপারে বাস
রটিয়া বেড়াও,মুক্তবুদ্ধির দাশ!


চিন্তাহীনের ভিত্তি নেই
বিধানেও এর অনুমতি নেই।
অন্ধ অনুকরণে অনাগ্রহী হও।


তবুও কেন?


আল্লাহর নির্দেশনা বহির্ভূত -
মুক্তচিন্তার প্রচলন করো?


সকল চিন্তার বাইরে বিচরণ তোমার!
সবকিছু বেশ দারুণ বুঝো।
কিন্তু কেন শুধু -
ইসলামের নির্দেশনার বিপরীতে চলে-
নিজেকে স্বাধীনচেতা দাবি করো?


নিজের চিন্তা-সিদ্ধান্তের বিপরীতে যেতে,
তবে কেন তুমি এর উর্ধ্বে নও?


বিপরীত চিন্তার প্রয়োগে-
অগ্রসর হতে কেন আগ্রহী হও?


দ্বিমুখী চিন্তার অবকাশ নেই,
এ নিয়ে কেন তৎপর নও?


জেনেছি... যুক্তি-বুদ্ধি'র চর্চায়
বেশ মশগুল আছো!
তো;  পথের সন্ধান মিলেছে কি?


বখাট্যে যুক্তি পেশ করে,
ধ্বংসাত্মক ও নৈরাজ্যবাদী চিন্তাতে
মিলেছে কি তোমার মুক্তি?


গবেষণাকে প্রাচীর রটাও...
প্রজ্ঞাকে ঢাল বানাও
আরোপিত সব মানার দিব্যি চেষ্টা
যা কিছু ঘোষিত অপ্রীতিকর!


বুদ্ধি-বিবেকের যৌথ সম্মেলনে
নিয়মতান্ত্রিকতা মেনে তবে,
ধর্ম নিয়ে,গবেষণা-শিক্ষা ভুল যদি জানো...
তোমার জ্ঞান-বুদ্ধি-চিন্তা'র
সীমারেখা টুকু কভু জানিও!


মুক্তচিন্তা..
অবাধে কি করে বিরাজমান?
ধর্মচেতনা বিসর্জন দিয়ে,
বিভ্রান্ত চেতনার উদ্রেক ঘটাও!


শোধবোধ এতো জ্ঞান-বুদ্ধি
সব যাঁর অনুগ্রহ!
ক্রমেই চিন্তার বিস্তার ঘটিয়ে-
এসো!তাঁর ই আরাধনায় মশগুল হও।


শ্রেষ্ঠ বিচারবুদ্ধি দ্বারা
চূড়ান্ত আনুগত্যের নির্দেশ জারি!
প্রশ্ন করো-চিন্তা করো-
ঘুমন্ত বিবেক জাগ্রত করো!
কতো সুযোগ দিয়েছেন দয়াময়,
এর বিপরীতে গা ভাসিয়ে-
তুমি কিনা...অকৃতজ্ঞের মতো-
তাঁর অস্তিত্ব নিয়ে প্রশ্ন করো?