ভুলে গেলে?
না তো!
খুব চুপচাপ যে?
এটাই ত চেয়েছিলে!
বলেছিলাম বুঝি?
বুঝে নিলাম!
বেশি বুঝলে নাতো?
একদমি না!
কি করব বলো?
ধন্যবাদ আপনাকে!
ধন্যবাদ কেন?
শিক্ষা দেয়ার জন্য!
কিসের শিক্ষা?
মানুষ কিভাবে চিনতে হয়!
একা কিভাবে চলতে হয়!
অতিরিক্ত বিশ্বাস না করা!
ধোকা কিভাবে দিতে হয়!
আর কিছু?
না বলায় থাক!
অবহেলা কি বেশি করেছি?
একদমি না!
ক্ষমা হয় না?
আমি ত কেউ না!
তুমি আমার সব!
তা আজ হাস্যকর!
ফিরে চলো প্লিজ!
ইচ্ছে নেই!
থাকতে পারো আমায় ছেড়ে!
দিব্বি ত আছি!
এ ভুল আর হবে না!
সুযোগ দিতে চাইনা!
এভাবে বল্লে?
বাধ্য হলাম!
তুমি আমায় বুঝলেনা!
আর চেষ্টাও করিনা!
আগে ত সব ই বুঝতে!
বোকা ছিলাম ত!
তুমি না আমায় ভালোবাসো?
ভাবলেও ঘৃনা হয়!
আর কষ্ট দিও না!
বেঈমানের ক্ষমা হয় না