মেঘেঢাকা অরণ্যে হাতছানি দেয় দূর পাহাড়; কাল্পনিক মনে হয় বাস্তবতাকে।
নীড়ে ফেরা পাখির মতো ঘাপটি মেরে রয় অনুভূতি; মায়ার কাঁটা হৃদয়ে বিঁধে থাকে।


পূর্ণগ্রাস সূর্যগ্রহণে যখন আঁধার নামে পৃথিবীর বুকে; তখনও তোমার চোখ ভেসে ওঠে মনের গভীরে!


কিছু না জেনেও তুমি ভালো থেকো প্রিয়;
ভালো থেকো নতুন কুঁড়ির সৌন্দর্য হয়ে;
ভালো থেকো চিরসবুজ শ্যামলতার লতায় লতায়!


একটি পাখির সুখ কিংবা ফুলের আশ্রয় হয়ে!
যদি কখনও সমুদ্রস্নানের স্বপ্ন নিয়ে পথ হারিয়ে, অন্য ঠিকানায়; তবে কী তুমি আসবে মেঘ সরিয়ে; ট্রেন থামিয়ে?


আচ্ছা, শোন! যখন আসবে তুমি নিয়ে এসো , দু'হাত ভরা অন্ধকারের সাথে মুঠো মুঠো বাতাস!
আশ্চর্য হয়ে রইব চেয়ে; দেখব কেবল অন্ধের মতো করে তোমার মুখ!
ঠিক তখন বৃষ্টি নামবে অঝোর ধারায়; ভিজবে তোমার চোখ!
তারপর সংক্রামক ব্যাধির মতো দু'জনের চোখের হাসি ছড়িয়ে যাবে আলো হয়ে, এই পৃথিবীর প্রতিটি চোখে! ঠিক তখন কি বাস্তবতাকে কাল্পনিক মনে হবে?