কখনো ভাবি ভালোবেসে ভুল করেছি,
কখনো ভাবি ভুল করে ভালোবেসেছি,
কখনো তোমারই একান্ত ভাবনায় নিমগ্ন,
কখনো বিষাদের মায়াজালে আচ্ছন্ন।
নিজেকে হারিয়ে পাই আনন্দ, তোমার নেশাতেই সুখ।
ভোরের শিশিরের ডাকে শুনিতে পাই, নিজেকে হারানোর দুঃখ।
তবুও হারিয়ে যাই, নিঃসঙ্গ নদীর তীরে,
শুধু তোমাকেই খুজি নিজের ভিতরে।
দিগন্তের অস্তমিত সূর্যকে বলেছি তোমার কথা,
বলেছি গোধুলির আলোকে,
রাতের নিস্তব্ধতাকে শুনিয়েছি হাহাকার, বলেছি চাদের সাথে।
সকলে শুধায় মোরে,
বৃথা নয় এজীবন রয়েছি নেশার ঘোরে,
যদি এ ঘোর কেটে ভুলে যাই সব।
ফিরে পাবো নতুন জীবন কত কলোরব।
ভালোবাসা ভালো থাকুক করি মোনাজাত,
অনাবিল সুখের হোক সবার প্রভাত।