ভুলে যাবো-
এতই কি সস্তা কথা.?


এই যে প্রেম সাগরে সাঁতরে সাতরে তোমার সন্ধান পেয়েছি-
মোমের মত রক্ত গলিয়ে
তোমার মুখে হাসি ফুটিয়েছি,
এই ভালোবাসা কি এতই অবজ্ঞায় পড়ে যাবে.?


ভালোবাসি তো তোমায়-
ভূলটা কোথায়.?


এই যে রোদ মেখে,
বৃষ্টিকে মুড়ে রেখে
ছুটে এসেছি তোমার প্রেমের উষ্ণতায় পুড়ে মরতে---
এর মানে বুঝেছো কখনো কোনোকালে?


পুড়ে যাওয়ার ক্ষতটা দেখতে পাও.?
আমি তো অবিরত পুড়েছি
আর
পুড়েছে হৃদয়ের এক খন্ড মাংস পিন্ড--


পারবে কি তার প্রতিদানে এক ফোটা ভোরের শিশিরও তুলে এনে দিতে.?


তবে,
কোন দু:সাহসে ভূলে যাবার বাহানা খোঁজো.?


তোমার তো ভুলে যাবার বারণ নেই,
শুধু আমায় তোমার সস্তা কবিতা শুনিয়ে ভুলতে বলো না।


ভুলে যাওয়া কি এতই সোজা.!!