ভালোবাসিয়া মাটিরে পুজিলাম তারে
করিলাম ভগবান।


রক্তজবা তাহার পায়ে,
দিলাম দুগ্ধ স্নান
মুখে মিঠা ভোগ
সন্দেশ পায়েশ
সিঁদুর দিলাম ভালে,
মানিলাম তারে ভালোবাসিয়া যারে
সকাল-সন্ধ্যা পুজিলাম তাহারে
চরণে যাহার ঠেকাইয়া মাথা
করিয়াছি সম্মান।


পুজিয়া মাটি গড়িয়া তাহারে
করিলাম ভগবান
যোগ্য ভগবান করিলো যে মানুষ
নয় যোগ্য সে আজ ভগবানের।


যোগ্য বিসর্জন মানুষেরই সাজে
ভগবান খর্ব লাজে।
ভালোবাসিয়া পুড়িয়া পুড়িয়া
মাটি করা যায় খাঁটি,
মানুষ কভু হয় না যোগ্য সে ভগবানের সাথী।