আমার একটা মানুষ নেই
একটা গোটা মানুষ , যার সাথে সন্ধ্যে ধুঁয়ে নামা জোছনা মাখিয়ে দু'চারটে মনের কথা বলি ,
যে শুনে গভীর মনোযোগে যেমন করে অভাবী মানুষের নালিশগুলো এক জনহিতকর হৃদয় শোনে !


আমার এমন একটা মানুষ নেই , যাকে জড়িয়ে ধরে মধ্যরাতে স্বপ্নভাঙা নির্ঘুম রাতটা কাটিয়ে দেয়া যায় ।
একটা আপন মানুষ , যাকে বলতে শোনা যায়, এই তো আছি তোমার পাশে
ভয়ের কোনো কারণ নেই।
একটা মানুষ নেই আমার
সেরকম একটা মানুষ , যাকে মনের সঙ্গী বানিয়ে জীবন ফাইনালে জয়ের ফিতাটি কাটা যায়।
এমন কেউ নেই , যার কাছে বিশ্বাসগুলো ফিক্সড ডিপোজিট রেখে নিশ্চিন্তে এক জীবনের নিরাপত্তা পাওয়া যায় ।


আদতে ,
আমার মন খারাপের একলা দিবসেও সঙ্গ দেবার সে নেই
সকাল বেলায় কপাল ছোঁয়ার অভ্যেস বলে কিছু নেই
কড়া রোদে মাথার উপর বৃক্ষের মতো ছায়া নেই ।
ভরসা ভরা হাত বাড়িয়ে কেউ বলে না , চলো বেড়াই
দূরের পথে পাশের সিটে আমি ছাড়া কেউ নেই ।


আমায় ভীষন প্রেমে ছোট্ট নামে ডাকার মতো কেউ নেই
মনে করে খবর নেয়া, যান্ত্রিকতা ছাড়িয়ে দিয়ে আদুরে শব্দে পত্র লেখার মানুষ নেই ।
আমার একটা মানুষ নেই
একটা গোটা মানুষ !!