আমি এমন একজনকে চাই
যে আমাকে খুব এলোমেলো করে ভালোবাসবে
ঝড় এসে সবকিছু তছনছ করে দেওয়ার পরও যেমন তার চিহ্ন রয়ে যায়,
আমি চাই আমার অস্তিত্বেও তার এক জনমের চিহ্ন পড়ুক।


আমি এমন একজনকে চাই
যার কাছে বিলাসিতা মানে পরনে সুতির শাড়ি,
হাত ভর্তি রেশমি চুড়ি, চোখে কাজল, পায়ে আলতা দিয়ে
ঘন্টার পর ঘন্টা আমার পাশে বসে মিষ্টি আলাপন।


আমি এমন একজনকে চাই
যে কিনা মধ্য রাতে আমার সাথে জোৎস্না বিলাসের বায়না ধরবে
বিকেল বেলায় পুকুর পাড়ে বসে আমার সাথে পা ভিজাতে চাইবে
বৃষ্টি নামলেই বুকের মধ্যে আশ্র‍য় নিবে আজীবন।


আমি এমন একজনকে চাই
যে পবিত্র পুঁথি পাঠের মতো আমার ভিতরটা পড়বে সারাক্ষণ
বুকের মধ্যে একটুখানি অসুখ দেখলেই জাপটে ধরবে যখন-তখন৷


আমি এমন একজনকে চাই
যে তার প্রতিটি মুনাজাতে শুধু আমাকেই রাখবে
আমার সামান্য অনুপস্থিতিও যাকে একদম উলটপালট করে দিবে৷


আমি এমন একজনকে চাই
যে প্রাক্তনের দেওয়া সব দুঃখ, কষ্ট, অবহেলাগুলো ভুলিয়ে,
আমাকে আবার নতুন করে বাঁচতে শেখাবে
যার উপস্থিতিতে মনে হবে ভালোবাসাহীন দুর্বিষহ অতীত আমার ছিলোনা কখনোই৷


আমি এমন একজনকে চাই
যার হৃদয় হয়তো ভেঙে চুরমার করেছে কেউ
যে জানে কারো হৃদয় ভাঙার যন্ত্রণা কতটা বিষের৷


আমি এমন একজনকেই চাই
যাকে ভালোবেসে দ্বিধাহীন পাড়ি দিতে পারবো একটা জীবন
যার ভালোবাসা পেলে মৃত্যুকেও নিঃশব্দে করতে পারবো আলিঙ্গণ৷