আচ্ছা! সেই তুমিটা কই?


তুমি কি আর কখনই সেই তুমিতে ফিরবে না?


আমার আখিঁপানে চেয়ে দেখো একটিবার!


শুধু একটিবার চেয়ে দেখো,


আমি তো আছি আগেরই মতো।


আমার তো কেবল চেহারায় বয়সের ছাপ আর শরীরে কিছুটা মেদ জমেছে। আর কিছুই তো পরিবর্তন হয়নি আমার।


তবে তুমি কেন এভাবে বদলে গেলে?


এ মেদ বাহ্যিকভাবে সুখের মেদ অনেকেই তা বলে। তুমিও তাদের মাঝে ধারণার একজন।


আমি বুঝিনা যেখানে স্বস্তিটাই নেই , সেখানে সুখ কিভাবে বোধগম্য হলো তোমার!


বলো কিভাবে এভাবে বলতে পারো?


তুমি তো জানো কি দিয়েছো তুমি আমায়,


কতটা জমে আজ আমার এ আর্তনাদ,


কতটা কেঁদে আজ অশ্রুহীনা আমি


শুধু অপলক চেয়ে আছি তোমার পানে,


চেয়ে দেখো আমায় একটিবার!


বাড়িয়ে দাও তোমার হাতটি আমাকে একটিবার ছুঁয়ে দেখার।


কেন তুমি এমন হলে?


কেন দেখছোনা আমার হৃদয়ের ক্ষত?


কেন শুনতে পাওনা হৃদয় পোড়ার গন্ধ?


সেই তুমিটা কই হারালে?


দেড়যুগ ধরে আমি খুজছি শুধু সেই তুমিকে,


তুমি শুধু নির্বাক চাহনিতে উপেক্ষা ছুড়ে দিলে।


কতশত উপেক্ষা সহ্য করে পথ চলেছি একা,


আজ আমার কেবলই শূন্য লাগে,


তুমি বিনে বড্ড বেশি একা আমি!


বড্ড বেশি একা।