এবার আপনি কি দিবেন
কোরবানি-গরু না কি ছাগল?
কি যে বলো -কচিম উদ্দিন
তুমি আসলেই একটা পাগল।


এত্ত বড় কোম্পানীর মালিক-আমি
লক্ষ লক্ষ টাকা আমার কামাই
বছর বছর শোরুম থেকে -আমিই তো
নতুন নতুন গাড়ি গুলো নামায়।


রাজপ্রসাদের মত বাড়ি আমার
সারাক্ষন করে যে ঝিকমিক
মাঝে মাঝে শক্রপক্ষ -দেওয়ালে
ইচ্ছা করে ফেলে পানের পিক।


যাকাতের টাকা বস্তা বস্তা-গরিবের
মাঝে নিজের হাতে বিলিয়েছি
কচিম উদ্দিন -আচ্ছা! তুমি বলো..
নিজের জন্য কিছু কি কিনেছি?


মহল্লায় কে কোন পশু কিনে
সব খবরা খবর আমায় দিও
প্রয়োজন হলে তোমার সাথে
কোবা সামসু,ফাটাকেষ্টকে নিও।


ভাবছি এবার ঈদে ক্রয় করবো
বাজারের সেরা দুইখানা লাল উট
পরিবাবের সবাই এই বিষয়ে
আমাকে দিয়েছে যে ভোট।


বংশের ঐতিহ্য রক্ষা করতে -আমায়
সব বিষয়ে খেয়াল রাখতে হবে
কোরবানি কবুল হোক বা না হোক
পেট ভরে মাংস খাওয়া যাবে।


এতক্ষন আমি যা বলেছি
ভূলেও কারো কাছে বলবে না
খুশি হয়ে দিলাম তোমায়
নতুন টাকার বড় বান্ডেল খানা।