এখন আমি অন্য আমি
আমার আমি নয়,
আমার আমি হারিয়ে গেছে
হারিয়ে তার পরিচয়।


নতুন আমি নতুন বসত
নতুন ঠিকানা,
পুরাতনের মাঝে খুঁজে ফিরে
পেয়েও যেন তারে পায়না।


আমার আমি ভুলে গেছে সব
হারিয়েছে তার স্মৃতি,
নতুনেরা সব ভীর করেছে
হয়না স্বজনপ্রীতি।


আমি'র মাঝে নেই আর তার
আবেগ ভালোবাসা,
সব হারিয়ে খুঁজে নিয়েছে সে
ছন্নছাড়া বাসা।


আমার আমি'র পাশ ফিরলে
অতীত দেয় যে সাড়া,
আমি আমি বলে হাতরে বেড়ায়
হয় যে সে দিশেহারা।


হঠাত যখন আমার আমি
একলা বসে রয়,
অতীত এসে হেসে বলে
পাচ্ছিস কেন ভয়?


জ্ববাবে যখন আমার আমি
উত্তর খুঁজে না পায়,
মৃদু হেসে বলে ওঠে
কিসের এত সংশয়?


অতীত তখন অট্টহাসে
পালটা দেয় জ্ববাব,
দুনিয়ার চোখে ধুলো দিলে কি
মিটবে তার অভাব!!