আমি বজ্রপাত; আমি সাইক্লোন
আমি স্বপ্নের ধ্বংসস্তুপ;
আমি মহা প্রলয়েরই উল্টো পীঠ!


আমি রক্ত; আমি রক্তের লাল রং
আমি হৃদয়ের রক্তক্ষরণ;
আমি হাহাকারেরই বিপরীত!


আমি চোখের দৃষ্টি; আমি আর্তনাদ
আমি অশ্রুর নোনা জল;
আমি হতাশারই পরাজিত রুপ!


আমি ইতিহাস; আমি বর্তমান
আমি অচেনা দৃশ্যপট;
আমি সুখ দু:খেরই এপিঠ ওপিঠ!


অবাক পৃথিবী চোখ মেলে তুমি দেখো;
অতি সাধারণ মানুষ আমি এক!
বাস্তবতার নির্মম পরিহাস শেষে;
আজও আমি স্বপ্নই দেখে যাই নির্ভীক!