-বসতে পারি?


-উদ্দেশ্যটা কি জানতে পারি?


-উদ্দেশ্য একটাই, লেগেছে ভাল তাই


-আমি বিরোধীতা জানাই।


-নাহ বসলাম আমি তাতে হোক কিছুই।


-আরে আরে, অনুমতি দিলাম কই?


-সুন্দরী একজন এভাবে একা, নাহ আমি বসলাম।


-আমার কিন্তু 'উনি' আছে জানিয়ে দিলাম।


-কেমন আপনার 'উনি', অপেক্ষা করিয়ে রাখে!


-ভালবাসার নামে এ মধুর অপেক্ষাও মন মানে।


-আমার লাগছে না উনি আজ আসবে।


-আমার মন জানে,উনি পাশে।


-থাক না, বরং আমরা বলি আমাদের কথা।


-আমার ব্যাপারে এতই কেন মাথা ব্যথা?


-আচ্ছা বলুন না আপনার প্রিয় রঙ?


-রাখুন ওসব ঢং।


-আমি বলছি। আপনার পছন্দ আকাশী।


-হ্যা, আমি আকাশ ভালবাসি।


-বেশ লাগছে কিন্তু কপালের ওই টিপটা।


-দাঁড়ান তো, বাজছে ফোনটা।


-হ্যালো নীলিমা,আমার আকাশ হতচ্ছাড়া কি তোমাকে আনতে গিয়েছে?


-হ্যা মা,পাশেই বসে আছে।


-তাহলে মা এবার এসো ফিরে, আর থাকবে কত বাবার বাসায়?


-ছিলাম আপনার ছেলের ফিরিয়ে নেবার অপেক্ষায়।


-জলদি দু'জন বাসায় এসো।বানিয়ে রেখেছি কুকিজ।


-ফোন রেখেই আমরা রওনা দিচ্ছি।আমার জন্য বেশি করে রাখবেন প্লিজ।


-কি,চলো এবার যাই?


-তার আগে কানে ধরে উঠা-বসা গুণেগুণে ১০ বার চাই।


-নীলিমা আর হবে না এমন ভুল এই যে ধরলাম কান।


-হয়েছে, চলো ফিরে যাই। গাইবে নাকি ঘরে ফেরার গান?