নদীর ধারে দাড়িয়ে সেদিন
দেখতে ছিলাম ঢেউ
ঢেউয়ের উপড় চলে ঢেউ
সঙ্গে নাই মোর কেউ
ঢেউয়ের ঘাইয়ে কুল ভাঙ্গে
নৌকা চলে আপন অঙ্গে
দলে দলে জাহাজ চলে
উড়ে উড়ে যায় ফিঙ্গে
নদীর বুকে আকাশ মিশে
করচে অনেক রঙ্গ
তাই দেখে শখ জাগে মোর
দিতে চাই তাদের সঙ্গ
গভীর জ্বলে ঢেউয়ের বাঁকে
মাছ ভাসে ঝাঁকে ঝাঁকে
মাচের লোভো পাখি উড়ে
গভীর জ্বলের আশে পাশে
মাছেরা সেদিন আমায় দেখে
খেলছিল রঙ্গের খেলা
তাই দেখতে শকুনেরা বসিয়ে ছিল মেলা