বক্ষে মারলে লাথি
ভেঙ্গে দিলে ঘর-বাড়ি।
তোরা ভেঙ্গে দিলে মসজিদ,
মোরা পাহারা দিলাম মন্দির।
তবু যারা মনে পুষে মোদের রক্তের দানা,
তোদের জন্ম নির্ণয় মোর ন জানা!


কলুষিত হৃদয় করেছে তোদের হৃাস,
সাম্প্রদায়িক ইস্যু তার বহিঃপ্রকাশ!


রক্ত চোষা কি তগো হবিলাষ?
নাকি জাতিগত হিংসার অভিলাষ!
বুকে করিস তোরা প্রতিহিংসার লালন
যার জন্য করলি তোরা মুসলিম নিধন।
কানায় কানায় উসল করবো রক্তের দাম
এখন করিস না কেনো যতো অপমান!