আছো কেমন?
রেখেছ যেমন।
ভালো নেই তবে?
ছিলাম'ই বা কবে?
দায় কি আমার?
চাপাই নি ভার।
জমেছে অভিমান?
পুরো পাহাড় সমান।
ভুলিয়ে দেই?
সুযোগ যে নেই।
এখনো সেই জেদ?
নাহ দেয়ালের ছেদ।
ভেঙ্গে দিবো দেয়াল।
নেই সময়ের খেয়াল?
মোটে পাঁচ বছর।
হয়ে গেছো পর।
ভুল হয়েছে সুনয়না।
এ নামে আর ডেকো না।
ভালবাসো না আর?
প্রশ্নই নেই তার।
চোখে কেন জল?
পড়েছে পোকার দল।
মিছে বলছ কাকে?
পুরনো আমিকে।
বাম পা বাড়াবে?
আবার আঘাত করবে?
নাহ,পায়েল এনেছি।
আজ নূপুর পরেছি।
করবে না ক্ষমা?
সেটা থাকুক জমা।
নীল শাড়ি পরেছ আর?
বেগুনি পছন্দ তার।
তার মানে কার!
আজ আমি যার।
ওহ বিয়ে হয়েছে?
হুম মেয়েও আছে।
বাহ সুখী পরিবার।
তবে হৃদয় ছারখার।
ভালোবাসে না স্বামী?
কখন বলেছি আমি?
তবে কেন পিছুটান?
সেই স্মৃতি প্রতিমান।
অন্তু বলে ডাকবে একবার?
সুযোগ আসে না বারবার।
কবিতা লিখো এখনো?
কলম ছাড়িনি কখনো।
স্বামী ডাকছে তোমাকে।
চোখে হারায় আমাকে।
তুমি ভীষণ লাকি।
হুম,সে দিবেনা ফাঁকি।
উঠছি তবে?
আটকিয়েছি কবে?
আমি যাচ্ছি কিন্তু!
ভালো থেকো অন্তু।