তুমি তো মেয়ে, এত পড়ে কি হবে ?
ভালো পাত্র দেখে ঝুলে পড়


এই জামানায় কেউ শুধু সংসার করতে চায়?
মেয়ে আগের নিজের জীবন গড়


রাত বিরেতে অফিস করে বাড়ি ফেরে ?
এ কেমন মেয়ে ভাই, শুধু কারিয়ার বোঝে, সংসার ছেঁড়ে ?


এত তাড়াতাড়ি পদোন্নতি ?ইঙ্ক্রিমেন্ট, বোনাস,কার অ্যালাওয়েন্স।
নিশ্চয়ই শোয় বসের সাথে ,দেয় এক্সট্রা পারফরম্যান্স।


মেয়েটা সুন্দরী তবু বিয়ে হয়না,
মনে হয় চরিত্রের দোষ, তাই কোন সম্মন্ধ এগোয় না


এত অল্প বয়সে বিয়ে ?
খোজ নিয়ে দেখ কোন ভাল ছেলেকে নিয়ে গেছে ভাগিয়ে ।


শুনেছিস? ওর নাকি এটা দ্বিতীয় বিয়ে
দোষ ছিল কোন অথবা ছিল কোন ইয়ে টিয়ে ।


এই মেয়ে দেখতে ভালো না,
এর জীবনে এর বিয়ে হবে না ?


এ মা পোড়ামুখীর বিয়ে হয়েছে ?
নিশ্চয়ই শরীর দিয়ে ছেলে পটিয়েছে ।


বিয়ের বছর গড়ালো এখনও দেখেনি সন্তানের মুখ


মেয়েটারই দোষ,
আহারে, স্বামীকে দিলো না বাবা হওয়ার সুখ ।


শুনলাম স্বামীটা জেলে গেছে জোচ্চুরি করে
নিশ্চয়ই বউটাই মাথা নষ্ট করত খাই খাই করে !


এত অল্প বয়সে স্বামী মরে গেল,
অপয়াটা এসেই এরকম তরতাজা স্বামীটাকে খেল ?


মেয়ে আমি, সব কিছুতেই আমার দোষ,
আমি হাসলে দোষ, কাঁদলে দোষ, ভালোবাসলে দোষ।


আসলে সব নারীরই দোষ
নারী জন্ম দেয়,ভালোবাসা দিয়ে বড় করে মানব সন্তান
নারী অপদার্থ, মূর্খ,অশিক্ষিত,
নইলে গর্ভে ধারন করে নিজেরই অসম্মান ?


হে ঈশ্বর, তুমি এ পৃথিবী নারী শুন্য করে দাও
পুরুষকেই তুমি জরায়ু দাও দাও প্রসব বেদনা


পুরুষও একবার বুঝুক,


দশ মাস গর্ভে ধারণের পর,


সন্তান মানুষ না হয়ে পুরুষ হলে কেমন লাগে......!