এমন এক নগরের কথা বলবো আজ
দূর দূরান্তের লোক সেখানে যাওয়ার করে প্রয়াস।


আধুনিক নগরীর ব্যস্ততা ছুঁতে পারে না সে নগরকে
কোলাহল মুক্ত সে বহু যুগ থেকে-ই।


ক্ষুদার তাড়নায় ভুগে না কেউ
শান্তি জন্যে লড়ে না কেউ।


নেই কোনো অত্যাচারীর উৎপাত
নেই নির্যাতিতের হাহাকার।


এমন নগরের আয়নাগুলো কথা কয়
প্রতিবিম্ব মানুষের ছায়া রয়।


এমন নগরের বাসিন্দা হতে কে না চায়
সবাই তো আর এখানে স্বাগত নয়।


গুটিকয়েক মানুষের নির্বারচন হয়
অন্যের প্রতি ভালোবাসা যার অটুট রয়,
শান্তির হয় সে কর্মী
প্রেমের করে সে দাসত্ব।


একবার কী হয়েছিল যেন
আয়না নগরের মানুষের মন খারাপ হলো,
দূর দেশের আগুন্তুকের আগমনে রুষ্ট হলো
আগুন্তক প্রেমের জালে আপন করে নিলো।


স্বয়ং সে করলো রাজত্ব
আয়না নগর যেন তার অপেক্ষায়ই ছিল অতিষ্ঠ,
এতদিনের নীতি হলো চূর্ণ
স্বয়ং প্রেম স্বীকার করলো তার দাসত্ব।


নির্দিষ্ট নামে ডাকিবার নিমিত্তে আয়না নগরের সকলে করলো তাকে স্মরণ,
চন্ডিসাস এসে প্রেমেরদাশ করলো তার নামকরণ।


এ হতে-ই যাত্রা শুরু
প্রেমেরদাশের,
আয়না নগরের শান্তির বাহক বানালেন
চন্ডিদাসে।