হারানো পৃথিবীকে ফিরে পাবার আশায়,
লক্ষ-কোটি মানুষের প্রার্থনার বাণী  
আজ ধ্বনিত হয় আকাশে-বাতাসে!
পৃথিবীতে আজ শুধু মানুষের বেঁচে থাকার আকুতি!


এই বুক আজ ধুলোমাখা পেট্রল-ডিজেলের
দূষণ ভরা বাতাসে নিঃশ্বাস নিতে চায়;
এই মন আজ; বাস-রিক্সা টেম্পোর
সীমাহীন ভীড়ে আটকে থাকতে চায়!


দু'চোখ আজ শুধু মানুষের কোলাহল দেখতে চায়
রাস্তায় মানুষ আর যানযটের ভিড়ে মিশে যেতে চায়;
এ জীবন আজ নতুন করে;
লজেন্স হাতে শিশুর ছুটে চলা দেখতে চায়!


স্রষ্টা! তোমারই সৃষ্টি আজ বড় অসহায়!
সৃষ্টির মানুষ যত; বাড়িয়েছে হাত
তোমার তরে, তোমারই কৃপার আশায়!
পুণ্যের বৃষ্টি ঝরাও হে প্রভু;
সুস্থ হোক এই অপরুপ সবুজ পৃথিবী!