এক পড়ন্ত বিকেল,
       ভাবছি বসে তোমার কথা
তুমিও বুঝি তাই ভাবছো
       আমি আছি কোথা!
আমি, সেতো হারিয়ে গিয়েছি
          অনেক আগে,
কোন এক চিরকুটের ভীড়ে
       অথবা সেই প্রথম দেখায়।
তুমিও কি টের পাওনি!
       তাই হারিয়ে গিয়েছো স্বপ্নে
খুঁজে পেতে সেই হারানো আমিকে;
       পথচলা তোমার রাজ্যে
             আনমনে, চুপিসারে।
হঠাৎ থমকে দাঁড়াই,
       যখন চোখ পড়ে তোমাতে
আমাতেই হারিয়ে আছো নাকি?
      তোমার সেই যে বিচরণ
আমার স্বপ্নে আমন্ত্রণ,
রাতের প্রথম প্রহরের জোৎস্না আহরণ
অথবা আমাদের চিরচেনা
             চাঁদকে আলিঙ্গন।
তোমার সেই ছোট ছোট পাগলামি
       যাতে ছিল একটি নাম,
রাতের শেষ প্রহরেও যাকে তুমি ডাকো
       এইতো সেই তোমার আমি।
ভাবছি এখনও কোথায় তুমি
       ভাবনার সিঁড়ি বেয়ে
তোমার আলতো স্পর্শে,
নিয়ে যাবে কি
        সেই ভালোবাসার রাজ্যে?
নাকি এখনও সেই অপলক দৃষ্টিতে
  তাকিয়ে আছো আমার সেই হাসিতে?
       যে হাসিতে আমি শুধুই তোমার।
ভাবছি কেমন হতো
  যদি এই ভাবনার কোন শেষ না হতো!
জোৎস্নাবিলাসী রাতগুলোয়,
আমরা বেঁচে থাকতাম
           ভাবনায় দুজনার
তখন যে আমি শুধুই তোমার আমি।