তুমি এসেছিলে বাংলা
১৯৭১ সালের উপর হেটে।


তুমি এসেছিলে বাংলা
পদ্মা-যমুনার উপর ভেসে।


তুমি এসেছিলে বাংলা
৩০ লক্ষ লোকের রক্তের বিনিময়ে।


তুমি এসেছিলে বাংলা
মা-বোনের নির্যাতনের হাত ধরে।


তুমি এসেছিলে বাংলা
আমার ভাইয়ের রক্ত মেখে নিয়ে।


তুমি এসেছিলে বাংলা
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ কে উপেক্ষা করে।


তুমি এসেছিলে বাংলা
সাত বীরশ্রেষ্ঠের হাতের মুঠোয় করে।


তুমি এসেছিলে বাংলা
রফিক,শফিক,জব্বারের ঘাড়েঁ চড়ে।


তুমি এসেছিলে বাংলা
জাহানারা ইমামের সন্তান হারানো দুঃখ ভুলিয়ে।


তুমি এসেছিলে বাংলা
কাজী নজরুলের বিদ্রোহী কবিতার মাঝে।


তুমি এসেছিলে বাংলা
২১শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের ডাক শুনে।


তুমি এসেছিলে বাংলা
জয়নুল আবেদীনের রং তুলি দেখে।


তুমি এসেছিলে বাংলা
সাত কোটি লোক ঐক্য বদ্ধ ছিল বলে।


তুমি এসেছিলে বাংলা
এই ভুবনে একটি বিষয় নিয়ে,
তা ছিল আমার স্বাধীনতা।।