নৌকা চলে নদীর পরে
আকাশ ভেঙ্গে রৌদ্র ঝড়ে
ঝিরঝিরিয়ে বইছে বাতাস
মনটা মাঝির কেমন উদাস
ধরছে সে গান মন যা চাই
পাড়ের মানুষ দৃষ্টি ফিরায়
নদীর পাড়ে গ্রাম্য মেয়ে
কলসি কাখেঁ,নাইছে ঘটি নিয়ে
কি সুন্দর দৃশ্য সেটা
মাছগুলো সব উথাল পাতাল
চলে গাঙ্গটি বেয়ে