আমি জানি সে এখন আমাকে অনেক বেশি চায়!
       কিন্তু দিবোনা যে আর, ফিরে আসার উপায়!
ছেড়ে যাওয়ার সূচনাটাই তো সে করেছিলো,
       তাহলে আমিহীনাতেই থাকুক সে ভালো!


আরেহ! সে আমার পিছু ডাকে কেনো আবার?
     কি ভেবেছে, তার মায়াবতী ক্ষমা করবে বারবার?
কিন্তু আমিতো হুটহাট ভুলে যাবোনা অসময়গুলো!
      সে সময়টা কাঁদিয়েছে আমায় খুব জোরালো!


নতুন কাউকে মানিয়েছিলো যে,সে বুঝি নেই এখন?
       তবে তার পৃথিবীতেও ফুরালো কারো প্রয়োজন?
অবশেষে অতীতকেই বুঝি সবচেয়ে দামী মনে হচ্ছে?
      এই আমিত্বকে তার মন আবারো ভাবাচ্ছে!?


আমার বুক ফাটানো ক্রন্দন তো শুনেনি সেদিন!
      পাষাণের মতো করেছিলো তাই ভালোবাসাহীন!
তাই সেও আজ অনূভব করুক, না পাওয়ার যন্ত্রণা!
       যতটা কষ্ট আমি পেয়েছিলাম তাকে বিনা!


এখন আমিও নিজেকে গুটিয়ে নিয়েছি নিজের মতো,
      ভুলে গেছি পুরনো বদঅভ্যেস ছিলো যতো!
তার প্রয়োজনও আমার কাছে এখন অতি নগণ্য,
    যার সবকিছুই হয়েছে শুধু, তার ভুলের জন্য!