হৃদপিণ্ডে এক খণ্ড প্রশ্ন
ভালবাসা কী?
অজান্তে ভালবাসি জোড় করে, স্বেচ্ছায় নয়।
অদৃশ্য সে, অপ্রতিরোধ্য আকর্ষণ।
ক্ষুধার্ত মন রূপ নেয় অস্থিরতায়।
কিংবা কখনো ও সুখ দুঃখকে ব্যাসার্ধ
নিয়ে ভালবাসার যে বৃত্ত এঁকেছি নিভৃতে।
প্রকৃতির সূর্য দেদীপ্যমান হয়ে এ হৃদয়ে
জলজল করছে একটু ছায়ের তরে।
মনতো খুঁড়েখুঁড়ে সন্ধান করে ভালবাসার।
মানুষ লালন করে যা হৃদয়ে সযতনে
কোন পূজারী অসময়ে দিবে ছিঁড়ে
এর বীণার তার।
হাতড়ে খুঁজে ফিরি তারে অকূল অন্ধকারে,
নীল সমুদ্রের নীলোৎপলে উন্মমন্থন
আলোড়নে।
এটাই কি ভালবাসা?
বুকে কমল ফুটে কাঁটা হয়ে বিঁধে আছে।
ভালবাসার এ তরীর কোন কূলে ঠাঁই তার।
এ মনে নেই যার কাল,ধর্ম জাতির বিচার।
সেতো ফুটেছে জ্যোৎস্নার প্লেবতায় ভরা পূর্ণিমায়।
রংধনুর রঙে সাতসূর দিয়ে বাসর বাঁধে
কবিতার ছন্দে।
কালের চক্রে সময়ের গতিতে ঘুরছে অবিরত অনুরাগে।
যুগে যুগে মানুষ মরে বাঁচে চিরচেনা এই
উৎপীড়নের ভালবাসার তরে।
মনের কুটিরে লুকিয়ে আছে অনুভবে স্পর্শ করা যায়না তারে
---- এইতো চিরচেনা ভালবাসা---