যদি কখনো মনে পড়ে আমায়
অগোছালো রাতে কিংবা কোনো দিবসে,
চিঠি লিখো প্রিয় তুমি আর পাঠিও
দূর নক্ষত্রময় লীলাভ ঐ আকাশে।
মেখে দিও সামান্য চাঁদের জোছনা
আরও দিও তারকারাজির উজ্জ্বল আলো,
যদি পারো সাথে দিও ওগো প্রিয়
বাঁকা চাঁদের কার্ণিশে যত ছিলো।
আকাশের নীল নিতে পারো সাথে
একটুকরো সাদা নিতে ভুলো না যেনো,
মেঘেরা তাতে দেয় যদি হাতছানি
না নিয়ে তাদের ছেড়ে আসবে কেনো?
তোমার এই চিঠি প্রিয়া অপেক্ষায়
তাকিয়ে দূর গগনে ডাকের পানে,
নামহীন চিঠি মেঘের কোল থেকে
এক পশলা বৃষ্টি যদি বয়ে আনে।
ভেবো না কেনো আজ তুমি বলি হঠাৎ
তুমি তো আমার একান্তই আপনি
মাঝে সাঝে চমক দিতে তুমি আর তুই
কিন্তু তুমি আপনি থাকবে চিরদিনি।
ইতি নামে বলব না আজ কোনো নাম
বেনামি এই চিঠিতে অন্যরকম সুখ,
তবু যদি ইচ্ছে জাগে নাম ধরে ডাকতে
দিও কোনো নাম আর কল্পে এঁকো মুখ।