কিছু বিষন্নতার দিন থাকুক,
কিছু জলের ভেতর ছবি
কিংবা ছবির ভেতর জল !


একটা খামখেয়ালী আকাশ,
ভীষণ একলা করা কোন দুপুর,
এলোমেলো বইয়ের ভাঁজে মরচে ধরা নূপুর ,
থাকুক !


কিশোরের স্কুল পালানোর
কিংবা কলেজ পড়ুয়া ছেলেটার গেটে
দাঁড়িয়ে থাকার একটা কারণ থাকুক।
মন খারাপের রাতগুলোর একটা নাম থাকুক !


হাতের মুঠোয় কারো হাত,
ছায়ার পাশে কারো ছায়া,
খুব সাধারন দুটো চোখ
তবু কিসের যেন এক মায়া !
থাকুক,এমন কিছু ক্ষণ থাকুক !


কিছু শুধরে নেবার মত ভুল থাকুক,
অবহেলার দিনলিপিতে,
প্রিয় কোন ডাকনামে ভুল থাকুক।
স্বপ্ন ভাঙ্গার গল্পগুলোয় অল্প থাকুক,
তবু ভুল থাকুক,ভুল থাকুক !
নিত্যদিনের প্রার্থনাতে
একটা আমার ‘তুই’ থাকুক !