তুরাগ নদীর আঁখি জলে
খোদা বলে ডাকি
নামাজ ঘরে দু’হাত তুলে
সবার জন্য কাঁদি
গঙ্গাজলের মঙ্গল ঘটে
যজ্ঞশালা আঁকি
পুজ়ার ঘরে দু’হাত জুড়ে
সেবা শক্তি মাগি
বিভেদ ভুলি জাগায় তুলি
একটি বড় হিয়া
আমরা সব বাঙালি ভাই
শ্রী কিংবা মিয়া
শিশিরে ভেজা পথ ধরে,
আগুনে পোড়া ছায়া জুড়ে
আমরা চলতে চাই,একই বাহু ডোরে
আমরা গাইতে চাই,একই কন্ঠ সুরে।
আমরা সব বাঙালি ভাই
               যুগে যুগে এভাবেই
আমরা থাকতে চাই।
সাগরের জলে চোখ বুজে
বুদ্ধ হয়ে থাকি
ধ্যানের যোগে মনের ঘরে
অহিংসাকে ডাকি
গোলাপ জলের সমা-চারে
ঈশ্বরের বাণী
বুকভরা থলে গির্জা ঘরে
সবার জন্য আনি
বিভেদ ভুলি জাগায় তুলি
একটি বড় হিয়া
আমরা সব বাঙালি ভাই
বড় দিল দরিয়া
শিশিরে ভেজা পথ ধরে,
আগুনে পোড়া ছায়া জুড়ে
আমরা চলতে চাই,একই বাহু ডোরে
আমরা গাইতে চাই,একই কন্ঠ সুরে।
আমরা সব বাঙালি ভাই
               যুগে যুগে এভাবেই
আমরা থাকতে চাই।