ফুলের বাগান আর ফলের বাগান
সবুজের সমারোহে প্রকৃতি,
আপন লীলায় মেতে কিংবা হাতের ছোঁয়ায়
বেড়ে ওঠে সবুজ সমুদ্র,
রূপের মাধুরি মেশা কন্ঠে
বলে ওঠে চিরসবুজ বাংলা।
তখন পশু হয়ে ওঠি
পৈশাচিক রক্তের জোরে।
কয়লায় পুড়ব সবুজ জীবন
ছিড়ব রঙীণ প্রতিটা পাপড়ি
ময়লায় মারব রূপালী নদী।
তখন একটি লেখাই ফুটে ওঠে
সাদা পাতায়-
‘বৌবাজারের মোড়ে
যেখানে ফুলের দোকানের পাশে কসাই মাংস থোড়ে’।
এই দেশেই মানায়।