শরীরের গভীরে ব্যাথা
আছে তো জোয়ার ভাটা
তুই গলবিলের আটকে পড়া কাটা
লাগামহীন বিরতিছাড়া
গলবিলে গেথে বসেছিস
যদিও না পারি সাজতে
অনুভবে তোকে বাধতে
তাতেও দুঃখ নাই
তবুও থেকে যাই
তোমারি অবচেতন প্রতীক্ষায়
কলের মুখে পাতাল চিড়ে
উঠে আসা জল
লুকিয়ে রেখেছি আমি
মেঘেতে ভেসেছি আমি
অকারণ বাহানায়
শরীরের গভীরে ব্যাথা
আছে তো জোয়ার ভাটা
তুই গলবিলের আটকে পড়া কাটা
লাগামহীন বিরতিছাড়া
গলবিলে গেথে বসেছিস
আশ্বাসে বিশ্বাসের জাল
সুন্দর হবে আগামীকাল
ক্ষয়েছে বিশ্বাসটাই
তবুও থেকে যাই
তোমারি অবচেতন প্রতীক্ষায়
করুনার ভিক্ষা শুন্যতার
চেয়ে বেশি
পুড়েছি অনেক আমি
রেগেছি অনেক আমি
আমারি অক্ষমতায়
শরীরের গভীরে ব্যাথা
আছে তো জোয়ার ভাটা
তুই গলবিলের আটকে পড়া কাটা
লাগামহীন বিরতিছাড়া
গলবিলে গেথে বসেছিস