আমার জম্নের পূর্বাবস্থায় ফিরে গিয়েছি।
অবলুপ্ত আমার সচেতন সত্ত্বাটি।
এখানেই আমি নির্ভীক থাকি।
আশ্রয়ের ভয় নেই,অজানা পথ নেই।
তোমার দেয়া স্বাধীন বিচারবুদ্ধি
নিজেই নিজের বড্ড প্রতিদ্বন্দ্বী।
অন্ধকার শূন্যতায় হাতড়ায়
অজানারে জানিতে,অপ্রাপ্তিরে আনিতে
ভাল-মন্দের জ্ঞান বিবর্জিত
         থাকিতে না চায়।
বিধানের বাহিরে,যেতে কভু নাহিরে
কর্মদোষী-অজ্ঞানতার ভয়
কামনা-বাসনায় উচ্ছৃংখল সংশয়।
ঠিক আমি অভিশপ্ত নই,
কিন্তু আমার স্বাধীন বিচারবুদ্ধি।
ফিরে যাই মূল্য দিয়ে
আত্নসমর্পণ করি
ততই যাই নিচে তলিয়ে।
নিয়মের বাধা গলিতে
স্বাধীন ইচ্ছার অলিতে
অন্তহীন হতাশার পথে
ফিরে যাই জম্নের অতীতে।