ছেঁড়া ছেঁড়া কালো মেঘে
খসে পড়া বৃষ্টি,
ঢেউয়ের কানে ফোপানো বায়ু
বলে ঘুমাও বালির পরে।
সমুদ্র খোলা থাকে,
ঘুমন্ত ফুল নিয়ে,মৃত্যুর ক্ষুধা নিয়ে
তরঙ্গ ছোয়ার আকাংক্ষায়,
বায়ু বাধার বাধ হয়ে
উত্তরে-দক্ষিণে যায় বয়ে।
আকাশ-সমুদ্রের অশরীরি দেয়াল।