আচমকা ঘুম ভাঙ্গে
চিৎকার করে কাঁদি;
সর্বশান্তির ময়দান থেকে
তীরভূমি মৃত্যুর যাত্রী এখন।
ভাষাহীন মুখে মায়ের আচল
বুঝতে ভুল হয় না,
দিলদরাজ হৃদয়ের যুদ্ধজয়ী মা
ক্ষুধার্ত মুখে গুজে দেয় স্তন,
পিষ্ঠ কষে বলে অবুঝ বর্ণ;
তুই বড় হ।
টগবগিয়ে দৌড়াতে হবে
পথে পথে প্রতিযোগিতায়।
মায়ের কোলে চঞ্চল পা ছড়ানো
আর মুষ্টিবদ্ধ হাত ছাড়া
কিছুই ছিল না।