কদম ফুলের কুড়ি ডাকে
আগুনে পোড়া কালো ঠোঁটে
যেন কিষানীর খালি আচল তটে।
মাঠ-পোড়ানোর আলোর দেশে
ভিজিয়ে দাও গো স্বচ্ছ রসে
যেন শিহরিত হয় তোমার স্পর্শে।
পাতায় পাতায় হিজল বনে
পোড়া হৃদয় তোমার প্রেমে
যেন জীবন্ত হয় কোন নামে।
রাতের কুহুক তিক্ত ঘামে
প্রকৃতি যেন স্বামী মানে
আসো হে বর্ষা কদম্ব বনে।