তোমার সমস্ত অশরীরি আত্নাগুলো
ডোরাকাটা বাঘের মতো তাড়া করে
                আমায় পৃথিবীজুড়ে।
ঢেউবিলাসী জলের আয়নায়
ক্ষুধার্ত নদী তুমি,এ কূল-ও কূল
করে বিধ্বংসী ঢেউয়ে সঙ্গম
করি নীরবতা অচিহ্নিত বাঁকে।
আমি কি এক বিষন্ন আততায়ী?
আমি ভিনদেশী গ্রহবাসী হতে চাই।
যেখানে বসে-অন্ধকার সমুদ্রের কিনারে
চন্দ্রের এক চিলতে হাসি দেখতে পাব,
বাতাসের গায়ে ধূপের গন্ধ আমায় ঘিরে।