বড় আশা করে কাশফুল
   ছিড়ে এনেছি তোমার
    খোপায় দেব বলে,
গুণে গুণে পঞ্চাশটি পালকে
ছড়িয়ে দিয়ে স্বপ্নের বীজগুলো।
তখনো লাল সূর্য থেমে ছিল
আমার স্বপ্ন ছড়ানোর অপেক্ষায়।
চাঁদের ভরা পূর্ণিমায় শরৎ রাতে
তারা ভরা সাদা পালকে স্বপ্নরা
কালো কেশে ফুল ফুটাবে বলে।
  কি জানি কি কাল এলো
   কলঙ্কীনি রাধা এলো
কাশফুল হয়ে গেল প্রেমকাঁটা।