এক উড়ন্ত বায়ু কানে কানে বলল
খোকা,পিঠের ব্যাগ তো ভারে পড়ল।
ব্যাগ ভরে কি নিয়ে চলছ পথে
ও ভার নেয়ার কেউ নেই সাথে?
ভাসিয়ে দাও নিয়ে চলি হাওয়ায়
আমি বলি-তাই কি ভার কমে যায়!
স্কুল বই,শিক্ষকের নোট,বাড়ির কাজে ভর্তি
মাথায় হাজার ভাষার বর্ণের ভারে ভারী সত্যি।
মা বলে ডাক্তার হও বাবা চায় ইঞ্জিনিয়ার
কখনো বা দেখিয়ে উনার মতো ক্যাডার।
নিলে নাও এই ভার,পারবে তুমি?
আমি তোমার মতো হতে চাই
সমুদ্রে,আকাশে,বনে-পাথারে
ডানা মেলে উড়তে চাই হয়ে তুমি।
বোবা হয়ে গেলে যে,আমিও তাই।