আমি যেতে পারি,
কিন্তু কেন যাব!
একটি বিস্ময়কর সংবেদন অনুযোগ।
আমার চামড়া নিশ্চল।
আমি বরং তোমাকে যেতে দেব,
বন্দী করে রাখব না,
অনুভূতি গুলোর দাবীদার আমি একাই,
শুধু আমার চামড়া নিশ্চল।
তুমি আমার কাছ থেকে আর কি চাও?
অতীত যদি আমার পরীক্ষা হয় তবে,
গর্ব করো না,তার কিছুই বাকি নেই।
কতবার বর্তমান হয়ে গেছে পুরোনো অতীত।
সবকিছু অর্থ হারায়,ভ্রান্তি থেকে শূন্যতা ভাল।