পাঃ কোথায় যেতে হবে?
মনঃ ময়দানের ওপারে।হাজার হাজার মানুষের আশ্রয়স্থান ছেড়ে,বাড়িমুখো হাড়িগুলোর চক্ষুর বাইরে,জীবনের লোহার মুঠি ছাড়িয়ে,বস্তুহীন স্বপ্নের ছায়া মাড়িয়ে,অব্যক্ত ব্যাকুলতার অন্ধইচ্চার বিদায়ী সম্ভাষণে,ডালিভরা প্রশ্নের ঢল এড়িয়ে;মুক্তি ও অনন্ত আকাশের কাছে নিয়ে চলো।
পাঃ আমার দশদিকের পথের মাঝে নেই সে পথ।তুমি একাই যাও।
মনঃ (একটি দীর্ঘ নিঃশ্বাস!)
(জলের পুত্র)