কাগজে মগজে জমে আছে গল্প
ঘটিতে ছুটিতে সময় খুব অল্প
ফাগুনের রোদে অভিমানী যন্ত্র
কবিতায় হারালো পদ্যছন্দ
আমি বিরাগী-আমি বিরাগী
তোমার তিক্ত ভালবাসায়
আমি বিরাগী-আমি বিরাগী
তোমার ধোয়াশা ভালবাসায়
পুরোনো চিঠিতে জমে যায় জল
কথার কথাতে বিনুনি গাঁথা ছল
অভাবের সিঁড়িতে থমকে দাঁড়াই
সেকালে একালে গল্প জমাই
আমি বিরাগী-আমি বিরাগী
তোমার তিক্ত ভালবাসায়
আমি বিরাগী-আমি বিরাগী
তোমার ধোয়াশা ভালবাসায়