কখনো সিক্ত কখনো রিক্ত
আবার সময়ের মোড়ানো তালপাতায়
বাধাহীন মেঘ তুমি মুক্ত
সাগরের নিয়মেই বহমান উচ্ছলতায়।
চৌ পাটি দন্তে সুর তোলা ক্ষন্তে
ছাড়িয়ে গগন করো নিবারণ
মনের কাঁটা দেহের ভাটা।
আমের শাখায় নরম পাতায়
দিনে দিনে ঋণে ঋণে
বুড়িয়ে যাও হারিয়ে যাও।
কেবা তোমায় ভাবে কতক্ষণ
তোমার জমির ফল
না হয় যদি নকল
যতই বাসি ততই তল
ঘরে থাকবে আলো যতক্ষন।