তোমরা শুনছ গুলির শব্দ
শুনছ কত আর্তের আর্তনাদ
তোমরা পেয়েছ বারুদের গন্ধ
পুড়ে যাওয়া মানুষের লাশ !
আর কত গুলি চলবে এখনো?
ধান ক্ষেতের ভিতর, সবুজ উদ্যানে
মন্দিরে আর মসজিদের দরগায়!
কত নিরীহ প্রাণ হল বলি
তোমরা রক্তে খেললে হোলি!
অন্ধকার লগ্ন হতে নগ্ন উন্মাদনা
শান্ত কর নিজেদের বর্বরতা -
তা যদি না পারো, ফিরে যাও
গুহার আঁধারে পশুর মত।
ঈশ্বরের অস্তিত্ব জানা নেই
জানা নেই আল্লাহর সত্তা,
তোমরা যদি মানুষ হও আবার
তবেই ফিরবে অনুতাপের মৃত্যুতে
হিন্দু নয় মুসলমান নয় খ্রীষ্টান নয়,
এসো বিবেক বোধের মানুষরূপে -
সৃষ্টিকর্তা এবার চোখ মেলবে সৃষ্টিতে!