কখনো কখনো চলতে চলতে
কখনো কখনো বলতে বলতে
কখনো কখনো ভুলতে ভুলতে
কখনো কখনো বুঝতে বুঝতে
কখনো কখনো গাইতে গাইতে
কখনো কখনো শুনতে শুনতে
যদি সবকিছু থমকে দাঁড়ায় !
বিদ্রোহের আগুনে পোড়ে সৃষ্টি,
ধ্বংস্তুপে জেগে ওঠে নব-চেতনা
ভ্রান্তির পথ ত্যাজি প্রগতির উন্মেষ,
তবুও চেনা ধারায় চলেছি একা -
সূচিত এইক্ষণ আলোকাবরণে!