বন্ধু ছিল যত   আমার মনের মত
        আজকে কোথায় তারা, সবাই হল গত!
যেটা   হয় নারে ভাই
        হয় নারে ভাই  বন্ধু সজন সবাই
        সুখে-দুখে জীবন-মরণ কে দেবে ভাই?
তোর  পকেট যে ফাঁকা
        পকেট যে ফাঁকা  তাইতো পাচ্ছ না দেখা
        পরের ধনে পোদ্দারী  বন্ধুর নাম লেখা,
যখন   তোমার অনেক
         তোমার অনেক আছে  গাড়ি বাড়ী জমিন
         লেজ গুটিয়ে পায়ের কাছে  আসবে দিন
নিত্য  ঐ আসা-যাওয়া
        ঐ আসা-যাওয়া  দুষ্টু মনের ভালবাসা
        আঁখের ভরে স্বার্থ বুঝে  ওরা ধর্মনাশা,
তাই   পড়বে যখন
        পড়বে যখন তুমি  হোঁচোট খেয়ে ঘাসে
        এদিক ওদিক ফাঁকা  নেইতো কেউ পাশে!
তাই   চল একা পথে
        চল একা পথে  নিজের ভাল বোঝ নিজে
        বুদ্ধি দিয়ে বিচার করে  বুঝলে কি যে
বন্ধু   বন্ধু মিছে!