আঁচলা ভরে ফুল তুলেছি আজ প্রাতে
শিশির কণায় ভিজিয়ে পায়ের পাতা
সোনালী রোদ মেখেছি শরীর জুড়ে
নীলাম্বরী শাড়িতে সাজিয়ে নিজেকে,
মন বলছে তুমি আসবে ভালবাসবে
ঘনশ্যাম তুমি এসে ভিজিয়ে দাও
খুলে দাও আমার লজ্জা বস্ত্রখানি
মন্দ বলে যদি লোকে ক্ষতি নেই
প্রাণের মাঝে তুমি যে অন্তরযামী!