ক্যালেন্ডারের প্রতি পাতায় পাতায় লেখা থাকুক একুশের নাম৷
ফেসবুকের ওয়াল,ঘরের দেওয়াল ভরে উঠুক বিদ্যাসাগর,রবীন্দ্রনাথের ভাষায়,


বাড়ির বাগান,জানলার পাশ,আমার প্রিয় বারান্দা
সেজে উঠুক বর্ণ দিয়ে গাথা মালায়৷


আমার ঘুম ভাঙুক শিশুদের "বর্ন পরিচয়ে","সহজ পাঠের" কলরবে৷
বইয়ের দোকান,বাড়ির টেবিল ভরে উঠুক রবীন্দ্রনাথে,শরৎচন্দ্রে,জীবনাননন্দে,দ্বিজেন্দ্রলাল রায়ে৷


হাজার হাজার শান্তিনিকেতন জন্মনেক বাংলার নাম না জানা গ্রামে গ্রামে,শহর,মফসসলের মোড়ে,মহানগরী তিলোত্তমার অলিতে গলিতে৷৷