এক বারেই দেখেছিলাম তারে
ভিড়ের মাঝে ছোট্ট ছাতা ধরে
বসন্তের শেষ বেলায়,ভরা দুপুরে৷


এক বারেই দেখেছিলাম তারে
পলাশ রাঙা গায়ে
স্নিগ্ধতায় মোড়া,অচেনা মেয়ে টিরে৷


খুব দূরে নয়,সে থাকে ছোট্ট কোনো এক গ্রামে।
যেখান থেকে দেখা যায়,আমার দেখা,বিকেল বেলার রাঙা আকাশ টাকে ৷৷