রৌদ্রত্রপা,
দেখো, বসন্ত এসেছে
পাখিদের কানাকানি ডালে ডালে
পাতার আড়ালে
মধুলোভী ভ্রমরের আনন্দে কাটছে দিন বেশ
বসন্ত এসেছে, তাই কোকিলের ঘুম নেই চোখে
অলক্ষ্যে দারুণ রেওয়াজ চলে রাত-দিন
মধুর পরাগ লেগেছে ফুলে-ফুলে
বৃন্তে-বৃন্তে ধূম রঙিন বসন্তের,
তোমার বড়ির রাস্তার পাশে বয়েসী কৃষ্ণচূড়াটা—
দেখো, ফুলে-ফুলে-লালে-লালে সয়লাব আজ
তুমি কী দেখো না!


রৌদ্রত্রপা,
বসন্ত এসেছে, তাই ফেলে সব কাজ
আমি লিখছি তোমাকে নিয়ে—
প্রেমের কবিতা।